ওয়াটসঅ্যাপ প্রতিনিধি, সাব্রুম, ২২ মার্চ ৷৷ সাব্রুমের বনেদি স্কুলগুলোর মধ্যে অন্যতম স্কুল হচ্ছে ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আর এই স্কুলে প্রধান শিক্ষক রঞ্জিত মুজুমদার ও এসএমসি কমিটির গাফিলতি ও স্বজন পোষণের কারণে স্কুলটি সুনাম ধরে রাখতে পারছেনা। এই নিয়ে অভিবাবকদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। অভিবাবকরা অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে চলছে বিভিন্ন অনিয়ম। বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডগুলি প্রধান শিক্ষক ও এস এম সি কমিটি মিলে হাফিজ করে দিচ্ছে। স্কুলের বিভিন্ন পরীক্ষার ফলাফল কি হবে সেটাও ঠিক করে দেয় এস এম সি কমিটি,আর বিদ্যালয়ের উন্নয়ন শিকেয় উঠছে। বিদ্যালয়ের সাইনবোর্ড পর্যন্ত নেই বললেই চলে। দীর্ঘদিন বিদ্যালয়ের সাইন বোর্ড টি পুরোনো হয়ে স্কুলের নাম ঠিকানা মুছে গেছে, কিন্তু সেই দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নজর নেই। এছাড়া বিদ্যালয়ের পুরোনো বিল্ডিং এ অবৈধ ভাবে গত চার বছর যাবৎ চলছে একটি বেসরকারি নার্সারি স্কুল। অভিবাবকদের অভিযোগ, এই নার্সারি স্কুল থেকে উপরি কামাই করছেন প্রধান শিক্ষক ও এলাকার নেতারা। এই নিয়ে এলাকার বাম নেতাদের মধ্যেও চাপা গুঞ্জন চলছে। এখন দেখার বিদ্যালয় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয়।