উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য গঠনমূলক দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন – মূখ্যমন্ত্রী

pgআগরতলা, ২৩ মার্চ ৷৷ বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স-র উদ্যাগে এবং ভারত সরকারের সহযোগিতার ডি বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল ও হেড ইকনোমিক কো-অপারেশনের ইন্টিগ্রেটিং বিমস্টেক ইন্টার প্লে অব ওভারলেপিং সাব রিজিওন্যাল ফোরামস ইন সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া শীর্ষক সন্মেলনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। বিমস্টেকভুক্ত বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ময়ানমার ও থাইল্যান্ড এই ৭টি দেশের মধ্যে অর্থনৈতিক সংহতির লক্ষ্যে আয়োজিত এই ধরনের সেমিনার এর আগে গুয়াহাটি, শিলং ও ইমফলে আয়োজিত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*