পরীক্ষার জেরে আত্মহননের চেষ্টা – চাঞ্চল্য রামঠাকুর কলেজে

rtcদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ঘড়ির কাঁটা ধরেই তখন আগরতলা রামঠাকুর কলেজে পঠন পাঠন চলছিল, হঠাৎ করেই চতুর্থ সেমিস্টারের কেমিস্ট্রি অনার্সের স্বার্থী দে প্রায় অচৈতন্য অবস্থায় চাঞ্চল্য দেখা দেয়। স্বার্থী দে’র সহপাঠীরা সঙ্গে সঙ্গেই স্বার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গেছে, স্বার্থী দে কেমিস্ট্রি অনার্সের প্রথম সেমিস্টারের পরীক্ষায় বেক পেয়েছিল। যদিও বর্তমানে স্বার্থী দে কেমিস্ট্রি অনার্সের চতুর্থ সেমিস্টারে অধ্যায়নরত। প্রথম সেমিস্টারের পরীক্ষা এবছর পুনরায় দিলেও আবার বেক পায়। এই ঘটনাতেই বিমর্ষ হয়ে পড়ে স্বার্থী দে। বৃহস্পতিবার রামঠাকুর কলেজে কেমিস্ট্রি অনার্সের স্বার্থী দে প্রথম সেমিস্টারে বেক থেকেই আত্মহননের চেষ্টা করে। অচৈতন্য স্বার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে ঘুমের ট্যাবলেট আর সুইসাইড নোট। সুইসাইড নোটেই লেখা ছিল প্রথম সেমিস্টারে বেক পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বার্থী দে। সুইসাইড নোটে মা, বাবার কাছে শেষ চিঠিতে লিখেছিল জীবনের প্রথম ভুল ক্ষমা করে দিতে। ডঃ বি আর আম্বেদকর হাসপাতালে চিকিৎসাধীন স্বার্থী বর্তমানে সুস্থ আছে বলে জানাগেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*