আগরতলা, ২৩ মার্চ ৷৷ জাতির জনক মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী সস্ত্রীক বৃহস্পতিবার সন্ধ্যায় মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। তাঁদের হার্দিক শুভেচ্ছা জানান মূখ্যমন্ত্রী। সাক্ষাৎকারকালে উভয়ের হাতে স্মারক উপহার তুলে দেন মূখ্যমন্ত্রী। উল্লেখ্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে ‘দ্যা ম্যান-মোহনদাস করমচাঁদ গান্ধী’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহন করতে তিনি ত্রিপুরায় এসেছেন। তাঁর পিতা দেবদাস গান্ধী ছিলেন মহাত্মা গান্ধীর কনিষ্ঠ ছেলে।