বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মার্চ ৷৷ জনকল্যাণমুখী ৫ দফা দাবীকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমায় কাঁঠালিয়া বাজার, তাকমা ছড়া বাজার এবং ফার্মি পাড়ায় ৩টি সভা অনুষ্ঠিত করেন বীরচন্দ্রমনু সি পি আই (এম) অঞ্চল কমিটি। এই ৩টি সভাতে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত, সি পি আই (এম) জেলা কমিটির সদস্য দীপক রিয়াং, অঞ্চল সম্পাদক বলরাম রিয়াং, পরিক্ষিৎ মুড়াসিং, উত্তম দাস প্রমুখ। শান্তিরবাজার মহকুমায় শাষক দলের এই সভায় গ্রাম পাহাড়ের নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর মানুষেরা ছুটে আসে।