নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ রেল লাইনে ইঞ্জিনের চাপায় দুই পা কাঁটা পড়ল এক শ্রমিকের। জানা যায়, শ্রমিকের নাম শুভজিৎ ঘোষ (২২)। বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর থানাধিন মথুরাপুরের দক্ষিণ বর্হীগাছি গ্রামে। জানাযায়, বৃহস্পতিবার সকালে উদয়পুর স্টেশনে উদয়পুর থেকে আগরতলায় আসার জন্য OWBP4-200069 নম্বরের টেনটি যখন প্রস্তুতি নিচ্ছিল তখন স্টেশনে কর্মরত ত্রিবেণী কোম্পানির শ্রমিক শুভজিৎ ঘোষ রেল লাইনে জলের পাইপ টেনে নেওয়ার কাজ করছিল। সেই সময় ট্রেনটি ঐ শ্রমিকের দুটি পা’র উপর দিয়ে চলে যায়। ফলে শ্রমিকের দেহ থেকে পা দুটি সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঘটনার জেরে ক্ষুদ্ধ জনতা ও শ্রমিকরা রেল স্টেশনে ঘন্টাখানেক রেল লাইন আট্রাকরে রাখে। দমকল কর্মীরা এসে শুভজিৎকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।