ওয়াগা সীমান্তের ও-পারে বিস্ফোরণকাণ্ডে ২১জন গ্রেফতার,সতর্কতা জারি পাকিস্তানে

Waghaলাহৌর, ০৪ নভেম্বর, (এবিপি নিউজ) ।। ওয়াগা সীমান্তের ও-পারে বিস্ফোরণকাণ্ডে সোমবার ২১জনকে গ্রেফতার করে পাক প্রশাসন। এরমধ্যে এক আত্মঘাতী বিস্ফোরণকারীও রয়েছে। রবিবারের আত্মঘাতী হানায় ৬১জন প্রাণ হারানোর পর, এখন সারা পাকিস্তান জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এক পাকিস্তানি রেঞ্জার জানিয়েছেন, তল্লাশি চলাকালীন বিস্ফোরণস্থল থেকে বিস্ফোরক ও একটি সুইসাইড জ্যাকেট উদ্ধার করা গেছে। গতকালই প্রচুর বিস্ফোরক যা উদ্ধার হয়েছে নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোসাল স্কোয়াড।
লাহৌর পুলিশের মুখপাত্র, নিয়াব হায়দার নাকভি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি ওয়াগার আশেপাশের অঞ্চল থেকে কুড়িজন সন্দেহভাজনকে সোমবার গ্রেফতার করে।এদিকে মুলতান থেকে এক সন্দেহভাজন আত্মঘাতী বিস্ফোরণকারীকেও গ্রেফতার করা হয় গতকাল।আপাতত আজ মোহরমের মিছিলেতে সতর্কতা হিসেবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার লাহৌর পুলিশ ১৭বছরের এক কিশোরের ছবি প্রকাশ করে। আবদুল রহেমান নামে ওই কিশোর গত প্রায় একমাস ধরে পুরনো লাহৌরের এক সেমিনারি থেকে উধাও ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*