নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলছে। সাম্প্রতিক পাহাড়ের রাজনীতিতেও অশান্তি লক্ষ্য করা গেছে। ফাটল ধরছে আই পি এফ টি’তে। বৃহস্পতিবার IPFT-র সহ-সভাপতি বুধু দেববর্মা সাংবাদিক সন্মেলন ডেকে আই পি এফ টি রাজ্য সভাপতি নরেশ চন্দ্র দেববর্মার বিরুদ্ধে স্বৈরাচারী ও একনায়ক মনোভাব এবং আর্থিক দুর্নীতির অভিযোগ এনে নরেশ চন্দ্র দেববর্মাকে দল থেকে ৬ মাসের জন্য আই পি এফ টি থেকে বহিষ্কৃত করেন। সাংবাদিক সন্মেলনে তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে আই পি এফ টি’র রাজ্য সন্মেলন করে দলের রাজ্য সভাপতি নির্বাচন করবেন।