গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ ৷৷ খোয়াই পুর এলাকায় ১নং ওয়ার্ডের উত্তর দুর্জয়নগরে নবনির্মিত উত্তর দুর্জয়নগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা পাকা ভবনের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পুর চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত, ভাইস চেয়ারপার্সন কানন দত্ত, পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন কঙ্কণ পুরকায়স্ত। ইয়াসিন উল্লা নামে জনৈক এক ব্যাক্তির ভূমিতে রাজ্য শিক্ষা দপ্তরের ১৪ লক্ষ টাকা ব্যায়ে ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা পাকা ভবনটি নির্মিত হয়।