জয়নগরস্থিত নবদিগন্তে দাবা প্রতিযোগীতার সমাপ্তি

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ জুলাই/(NUT) : জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খেলাধূলার প্রসারে বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। ১২ ও ১৩ জুলাই নবদিগন্তে উন্মুক্ত দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহনকারীদের প্রাইজ মানি ও পুরস্কার প্রদান করা হয়। মোট ৪১ জন এই দাবা প্রতিযোগীতায় অংশ নেয়।
আগরতলা থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share