নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ শুক্রবার কাঁঠালিয়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এম কে নাথ, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আবদুল করিম।
দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের আগে মূখ্যমন্ত্রী মোহনভোগ ও তৈবান্দালের বিভিন্ন নির্মীয়মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। প্রথমে তিনি মোহনভোগে পানীয় জল পরিশোধন প্রকল্প, মোহনভোগ ব্লকের বাড়ী, মোহনভোগ উচ্চ বিদ্যালয়ের নির্মীয়মাণ ভবন পরিদর্শন করে পরে একটি পর্যালোচনা সভায় বসে নির্মীয়মাণ প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। এরপর তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও তৈবান্দাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মীয়মাণ ভবন পরিদর্শন করেন।