নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ শুক্রবার বিকেলে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। হাসপাতালে নব নির্মিত ভবনটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মূখ্যমন্ত্রী গুরুত্বারোপ করে স্বাস্থ্য কর্মী ও এলাকাবাসীকে একাজে সহযোগীতা করার আহ্বান জানান। মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে পরিষেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চিকিৎসা পরিষেবা দিতে মূখ্যমন্ত্রীর অনুরোধ জানান। ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের অধিকর্তা, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার, সিপাহীজলা জেলার জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আবদুল করিম। ২৩ কক্ষ বিশিষ্ট ১০ শয্যার এই দ্বিতল হাসপাতাল ভবনটি নির্মাণে মোট ব্যায় হয়েছে ৫ কোটি ৪৮ লক্ষ টাকা। হাসপাতাল ভবনের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য ১০টি কোয়ার্টারও নির্মাণ করা হয়েছে।