নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৪৬তম বার্ষিকী। সেই উপলক্ষ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় দুই দেশের মানুষের উপস্থিতিতে আগরতলা টাউন হলে পালন করা হল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব ও বাংলাদেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সহকারি হাইকমিশনের হাইকমিশনার সাখাওয়াৎ হোসেন। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বাংলাদেশের জননেতা ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের আত্মিক সম্পর্ক রয়েছে। দুই দেশের এই সু-মধুর সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সঙ্গীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সন্মিলিত সাংস্কৃতিক জোট ও পদাতিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ।