নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ।। রাজ্যের রেগা কর্মচারীরা বিভিন্ন সমস্যার সন্মুখিন হয়ে আসছে বহুদিন ধরে। অবশেষে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আগরতলা বিবেকানন্দ ময়দানে সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ১২০ ঘন্টার গন অবস্থানে বসে ‘ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি (রাজ্য কমিটি)’। রেগা কর্মচারীদের মূল দাবী গুলি হল রেগায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিত করণ, কর্মচারীদের আর্থিক দায়বদ্ধতা থেকে মূক্ত করণ সহ আরো অন্যান্য দাবী। মঙ্গলবার ছিল ‘ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি (রাজ্য কমিটি)’-এর ১২০ ঘন্টার গন অবস্থানে দ্বিতীয় দিন।