নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ অবৈধ ভাবে নিযুক্ত ১০,৩২৩ শিক্ষকের চাকরি বাতিল ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই-র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকার চাকুরীচ্যুত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এবং শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর পদত্যাগ চেয়ে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই-র পক্ষ থেকে।