নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ গত ২৫শে মার্চ (শনিবার) ধর্মনগর রাজবাড়ি এলাকার এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছিল এলাকারই যুবক রজত তাঁতি। জানা যায়, অভিযুক্ত রজত তাঁতি শাসকদলের যুব সংগঠনের সক্রিয় সদস্য এবং তার মা শাসকদলের নারীনেত্রী। ১৭ বছরের স্কুল ছাত্রী বীণা দে’র এই নারকীয় হত্যাকান্ডের ঘটনায় উত্তাল ধর্মনগর সহ গোটা রাজ্য। রাজ্যের সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠছে। স্কুল ছাত্রী খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শোক মিছিল, সভা, বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে রাজ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগরে স্কুল ছাত্রী খুন সহ নারীঘটিত সব ধরনের অপরাধের প্রতিবাদে পথে নামে বিভিন্ন পেশার সাধারন মানুষ। ‘দ্বিতীয় বীণা আর নয় – প্রতিবাদ হোক রাজপথে’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর স্বামীবিবেকানন্দ ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ‘বীণার শহর’ নামে তারা ফেসবুকে একটি পাতাও খুলেছেন।