নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ রাজ্যে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিলের পর মূখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে জমায়েত সংগঠিত করে রাজ্যের বিভিন্ন থা্নায় যুব মোর্চা মূখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট অনান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। চাকরি কেলেঙ্কারি ইস্যুতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধেও এফআইআর দাখিল করেছে যুব মোর্চা।