৫ দফা দাবী আদায়ে শাসকদলের জনসভা, প্রধান বক্তা হয়েও অনুপস্থিত মূখ্যমন্ত্রী

cpim
ছবি – পাপড়ী মজুমদার।
cpim.jpg1
ছবি – পাপড়ী মজুমদার।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ রেগা প্রকল্পে বছরে ২০০ দিন কাজ, রেগার মজুরির হার বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারী দপ্তর ও সংস্থায় শূন্যপদ অবিলম্বে পূরণ করা, কেন্দ্রীয় সরকারী চাকুরী পাবার বয়সসীমা ৪০ করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা সহ মোট ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শহরে সি পি আই (এম)-র ডাকে এক জনসভা অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শাসকদলের ডাকা এই জনসভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, মন্ত্রী বাদল চৌধুরী, মন্ত্রী মানিক দে, মন্ত্রী অঘোর দেববর্মা, সি পি আই (এম) পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, এ ডি সি’র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, নারীনেত্রী রমা দাস সহ পার্টির নেতানেত্রীরা। শাসকদলের ডাকা এই জনসভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের নাম উল্লেখ থাকলেও সমাবেশে তিনি উপস্থিত ছিলেন না। রাজের ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির ঘটনার পরেই শাসকদলের এই প্রথম জনসভায় মূখ্যমন্ত্রী প্রধান বক্তা হয়েও অনুপস্থিত থাকায় মানুষদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*