নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ রাজধানীর পশ্চিম থানাধীন গান্ধীঘাট এলাকার একটি নালায় অজ্ঞাত এক ব্যাক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য দেখা দেয় শুক্রবার বিকেলে। মৃতদেহটি নালায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষ। সন্ধ্যায় পশ্চিম থানা্র পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাস্পাতালের মর্গে পাঠায়। জানা যায়, বুধবার বিকেলে বৈকালিক ভ্রমনের নাম্ম করে এ ডি নগর ৫নং সড়কস্থিত বাড়ি থেকে বের হয় শিক্ষক প্রদীপ কুমার দে (৫৮)। বৃহস্পতিবার পরিবারের তরফে এ ডি নগর থানায় শিক্ষকের নিখোজ সংবাদ জানানো হয়। অবশেষে শুক্রবার বিকেলে গান্ধীঘাট এলাকার নালায় মৃতদেহ উদ্ধার হল নিখোঁজ শিক্ষক প্রদীপ কুমার দে’র। জানা যায়, মৃত প্রদীপ কুমার দে বিশালগড় মহকুমার চড়িলাম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।