নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির ঘটনা সামাল দেওয়ার আগেই রাজ্যে এবার চাকুরী হারাতে চলেছেন সর্বশিক্ষার শিক্ষকরা। জানা যায়, কেন্দ্রীয় সরকার রাজ্যে সর্বশিক্ষা অভিযান এবং মাধ্যমিক শিক্ষা অভিযানের কাজে সন্তুষ্ট নয়। রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে নানান গাফিলতির জন্য সর্বশিক্ষায় স্থির বেতনে কর্মরত শিক্ষকদের মাথায় এই বিপদ সঙ্কেত দেখা দিচ্ছে। জানা গেছে, রাজ্যে সর্বশিক্ষা অভিযান এবং মাধ্যমিক শিক্ষা অভিযানের আর্থিক লেনদেনে অনেকাংশে অনিয়ম ধরা পড়ায় কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিচ্ছে। ফলে এই প্রকল্পে নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল হবার সম্ভাবনা রয়েছে এবং রাজ্যে এই প্রকল্পও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।