নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ মেলারমাঠে সি পি আই (এম) রাজ্য কমিটির জরুরি বৈঠক শনিবার থেকে শুরু হয়েছিল। দু’দিনব্যাপী রাজ্য কমিটির এই বৈঠক শেষে রবিবার বিকেলে মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। সাংবাদিক সন্মেলনে বিজন বাবু রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র ভাষায় আক্রমন করেছেন। ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি ইস্যু নিয়ে বিজন বাবু বলেন, শুধু ভালো নম্বর পেলেই ভালো শিক্ষক হওয়া যায়না। পার্টি মনে করেন কম নম্বর পেয়েও ভালো শিক্ষক হওয়া যায়। কারন অনেকে ভালো নম্পর পেয়ে পাশ করলেও শিক্ষকতা করার জন্য প্রয়োজনীয় কৌশল থাকে না। তিনি নাম না করে বলেন, প্রাক্তন কংগ্রেস বিধায়ক বর্তমানে তৃণমূল বিধায়ক পরোক্ষভাবে চাকুরি না পাওয়া বেকারদের উস্কে দিয়েছিলেন মামলা করার জন্য। আবার প্রয়াত প্রাক্তন বিজেপি সভাপতি সুধীন্দ্র দাসগুপ্ত মামলা কারীদের দিল্লী নিয়ে গিয়ে আর এস এস-র সঙ্গে বৈঠক করিয়ে দিয়ে আইনী সাহায্য করিয়ে দিয়েছিলেন। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্ররোচনায় পা না দিওয়ার জন্য রাজ্যের জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।