রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভূগর্ভস্থ চলন্ত মেট্রো ট্রেনে বিস্ফোরণ, মৃত ১০, আহত ৫০, শোকপ্রকাশ মোদীর

trআন্তর্জাতিক ডেস্ক ৷৷ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের ভূগর্ভস্থ চলন্ত ট্রেনে বিস্ফোরণে মৃত ১০, আহত প্রায় ৫০। রুশ সংবাদসংস্থা ইতার তাস সূত্রে খবর, সোমবার সেন্ট পিটার্সবার্গ স্টেশনে একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, সেনায়া প্লোসচাদ ও টেকনোলজিচেস্কি স্টেশনের মাঝে এই বিস্ফোরণটি ঘটে। যদিও, রাশিয়ার অপর এক সংবাদমাধ্যম রিয়া নভোস্তি সূত্রে দাবি করা হয়েছে, সম্ভবত দুটি মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন কয়েকজন যাত্রী। সেখানে দেখা যায়, শহরের মধ্যবর্তী একটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। বিস্ফোরণের চোটে ট্রেনের দরজা প্রায় দুমড়ে গিয়েছে। কয়েকজনের দেহ মাটিতে পড়ে রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে আটটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়। শুরু হয়ে যায় উদ্ধারকার্য। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বহু মেট্রো স্টেশন। মস্কোর ডেপুটি মেয়র ম্যাক্সিম লিকসুতভ জানান, বিস্ফোরণের পর গোটা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই অন্য একটি স্টেশন থেকে আরেকটি বিস্ফোরক উদ্ধার করে দেশের নিরাপত্তা এজেন্সি। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি (এনএকে)-কে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ভস্তানেয়া স্টেশন থেকে একটি বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে রুশ পুলিশ। এদিনই শহরের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্ফোরণের পর সেই সূচি নিয়ে ধন্দে রুশ গোয়েন্দা সংস্থা। এদিন বিস্ফোরণে হতাহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান পুতিন। এদিকে, বিস্ফোরণটি কোনও সন্ত্রাস-হামলা কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিস্ফোরণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে তিনি লেখেন, সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশনের বিস্ফোরণে নিহতদের জন্য গভীর শোকাহত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*