কলকাতা, ০৫ নভেম্বর (জি নিউজ) ।। চলতে চলতেই ডাউনলোড করুন পছন্দসই সিনেমা কিংবা যে কোনও অ্যাপস। উপভোগ করুন অনায়াসে। ডিসকানেক্ট হওয়ার চান্সই নেই। বাসে এমনই অভিনব সফরের সুযোগ এবার কলকাতায়। বাড়তি ভাড়া লাগবে না। ভলভো বাসে এবার মিলবে ফোর জি ওয়াই ফাই পরিষেবা।
সব পেয়েছির এই বাসযাত্রার সুযোগ আপাতত মিলবে শহরের দুটি রুটে। গলফ গ্রিন-এয়ারপোর্ট এবং গড়িয়া-এয়ারপোর্ট রুটের একটি করে বাসে আপাতত মিলবে এই পরিষেবা। এর সুবাদে যে কোনও যাত্রী মাত্র কয়েক মিনিটে ডাউনলোড করে ফেলতে পারবেন আস্ত একটি সিনেমা। মোবাইল, ট্যাব বা ল্যাপটপে কাজ চালিয়ে যেতে পারবেন। এক একজন যাত্রী দু দফায় মোট একঘণ্টা পাবেন এই সুযোগ। বেসরকারি একটি টেলিকম সংস্থার সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হল এই পাইলট প্রোজেক্ট। সারা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম।
আগামীদিনে এই পরিষেবা আরও ছড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী।