
ছবি – পাপড়ী মজুমদার।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ আগরতলা শহরে অবৈধ কার্যকলাপে জড়িতদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার তিন জন পকেটমার আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, রাজধানীর জি বি হাস্পাতালের সামনে থেকে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিস জনৈক তিন পকেটমারকে আটক করেছে।