নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচী হাতে নিচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। বুধবার আগরতলা টাউন হলে দলীয় নেতৃত্বদের নিয়ে রাজ্যভিত্তিক তৃণমূল কংগ্রেসের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে যোগ দেবার জন্য এক দিনের রাজ্য সফরে এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মুকুল রায়। রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র থেকে আসা নেতৃত্বরা টাউন হলে এই কনভেনশনে যোগ দেন। কনভেনশন শেষে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরে এক মিছিলও সংগঠিত করা হয়।