নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ প্রচন্ড বৃষ্টির ফলে জলে প্লাবিত শহররের বেশ কিছু অঞ্চল। চৈত্রের বৃষ্টিতে নাকাল গোটা রাজ্য সহ আগরতলা। সঠিক জল নিষ্কাশনের অভাবে দুর্ভোগ লেগেই রয়েছে শহরে। বুধবার প্রচন্ড বৃষ্টিতে চরম অস্বস্তিতে পড়েছে চৈত্র মেলার বিক্রেতা সহ ক্রেতারা। রাজধানীর শকুন্তলা রোডে বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলে প্লাবিত হয়ে পড়ে শকুন্তলা রোড। রাজধানী সহ গোটা রাজ্যে কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।