দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ এপ্রিল ৷৷ জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। দশভূজার বসন্তের পূজো হচ্ছে আসল বলে অভিহিত করে থাকেন শাস্ত্রীয় পণ্ডিতরা। বসন্তের বাসন্তী পূজোর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক ধর্মীয় কাহিনী, যুগ যুগ ধরে হয়ে আসছে বাসন্তী পূজো। চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহাঅষ্টমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে। মহানবমীতে ভক্তকুল চিন্ময়ী মায়ের শ্রী পাদ পদ্মে পুস্পাঞ্জলীতে অঞ্জলি দিয়েছেন। যুগ পাল্টে গেলেও পরম্পরা, লৌকিক আচার নিষ্ঠাতে মহানবমীর মাতৃ অর্চনার ছবিতে কোনো পরিবর্তন হয়নি। মহানবমীর বিকেলে রাজধানীর দুর্গা বাড়িতে ভক্তকুলের ভিড় ছিল লক্ষ্যনিয়।