নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ বাংলাদেশের চট্টগ্রামস্থিত আলোচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠন ‘পোর্ট্রেট’ এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে তিন দিন ব্যাপী আলোকচিত্র উৎসবের সূচনা হয় বৃহস্পতিবার। ৬ই এপ্রিল থেকে ৮ই এপ্রিল, ২০১৭ পর্যন্ত আগরতলা সিটি সেন্টারে ত্রিপুরা ও বাংলাদেশের শিল্পীদের নির্বাচিত ছবির প্রদর্শনী চলবে। প্রদীপ প্রজ্জলন আলোকচিত্র উৎসবের শুভ সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা সিটি সেন্টারের বলাকা প্রেক্ষালয়ে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, বাংলাদেশের ‘পোর্ট্রেট’ পত্রিকার সম্পাদক রুপম চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সারোয়ার, বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবী হাকিম আলী।