নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে রাজ্য সরকারের পাশে থাকার মন্তব্য ভরসা রাখতে না পেরে অবশেষে বৈঠকে বসলেন চাকুরিচ্যুত শিক্ষকরা। শুক্রবার রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে বৈঠকে বসেন ‘অল ত্রিপুয়ার সরকারী ১০,৩২৩ রেগুলার-ফিক্সড পে শিক্ষক কর্মচারী সংগঠন। ‘অল ত্রিপুয়ার সরকারী ১০,৩২৩ রেগুলার-ফিক্সড পে শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে উঠে পরিবার-পরিজনদের বাঁচার স্বার্থে জোটবদ্ধ হয়ে বলিষ্ঠ পদক্ষেপে আহ্বান করা হয়েছিল চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা এই বৈঠকে যোগদান করার জন্য। কিন্তু মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে হাতে গুনা কিছু শিক্ষক-শিক্ষিকারা ছারা সব চেয়ারই ছিল ফাঁকা।