নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷৷ ০৭ এপ্রিল মহাকরণ অভিযানের মাধ্যমে শুরু হল বিজেপি’র ধারাবাহিক আন্দোলন কর্মসূচী। শুক্রবার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার অধিকারের দাবিতে বিজেপি মহিলা মোর্চার তরফে মহাকরণ অভিযান করা হয়। মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপি’র মহিলা কর্মীরা নারি ধর্ষণ, নারি নির্যাতন ও খুনের প্রতিবাদ জানিয়ে মহাকরণ অভিযান করেন। এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি’র জাতীয় মহিলা মোর্চার সভাপতি বিজয়া বাহাটবার, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ রাজ্য নেতৃত্বরা। জানাগেছে, ওবিসি বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ই এপ্রিল রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলনে নামবে বিজেপি ওবিসি মোর্চা। তাছাড়া ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি ইস্যু, কর্মচারী বঞ্চনা ও বেকার ইস্যুতে ১১ এপ্রিল থেকে লাগাতর ধরনা কর্মসূচীতে নামছে বিজেপি যুব মোর্চা।