নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। রাজ্যে প্রতিনিয়তই ঘটে চলছে একের পর এক অসামাজিক কার্যকলাপ। মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে দেবব্রত সরকার (২৩) নামে এক রিস্কা চালকের সাথে পিন্টু রাই, অনিল পাসান ও মাকু রাই নামে তিন বিহারী ঠেলা চালকের বিবাদ বাঁধে। ঘটনা এক সময় এমন পর্যায়ে যায় যে দেবব্রত সরকার (রিস্কা চালক) ব্যাটারির অ্যাসিড এনে তিন বিহারী ঠেলা চালকের উপর ছুরে মারে। ঐ তিন জন অল্প বিস্তার আহত হলেও সেই পথ দিয়েই আসা অভিজিৎ সাহা নামে এক পথযাত্রীর উপর অ্যাসিড ছিটকে পড়ায় গুরুতর আহত অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। দেবব্রত সরকার (রিস্কা চালক) কে পুলিশ গ্রেগতার করেছে।
রাজীব সাহার তোলা ছবি।