বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নগদা বাজারে বাজারকে উন্নতকরণের জন্য এলাকাবাসী সহ ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বাস্তুকার কৃষ্ণ দাস ও বি ডি ও প্রদীপ সরকারের হাত ধরে এলাকাবাসী স্বপ্ন পূরনের পথে। এই বাজারে বেকারদের কর্মসংস্থানের জন্য ৫ রুম বিশিষ্ট একটি বাজার স্টলের নির্মাণ হয়েছে যা শুধুমাত্র আখন উদ্বোধনের অপেক্ষায়। এলাকাবাসী সহ ব্যবসায়ীরা এই উদ্যোগের জন্য বি ডি ও এবং বাস্তুকারকে ধন্যবাদ জানান।