বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হিচাছড়ায় অবস্থিত টি এস আর নবম ব্যাটেলিয়ানের বিরুদ্ধে সরকারী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। টি এস আর নবম ব্যাটেলিয়ানের আধিকারিকরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সরকারী তেল নষ্ট করে এ্যাম্বুলেন্স করে ঘরের টিন নিয়ে যাচ্ছে এমনটাই চিত্র ধরা পড়ল ক্যামেরায়। টি এস আর’র গাড়ির চালককে জিজ্ঞেস করলে বলেন উনার উর্ধতর মহল থেকে আদেশ ছিল, কিন্তু কে বা কারা বলেছেন গাড়ির চালক সেই নিয়ে মুখ খুলেননি। এইভাবে দিনের পর দিন সরকারী ক্ষমতার অপব্যবহার করে চলেছে বেশ কিছু আধিকারিক। প্রশাসন কোনও ভুমিকা নিচ্ছেনা বলে অভিযোগ।