চৈত্র সংক্রান্তি উপলক্ষে শান্তিরবাজারের বিভিন্ন এলাকায় চলছে শিবের গাজন

krবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল ৷৷ বাংলা বর্ষের শেষে প্রতি বছরের মতো এবছরও বারোনী স্থান করে হর গৌরীকে নিয়ে শান্তিরবাজারের বিভিন্ন এলাকার সকলের বাড়ি গিয়ে নিত্য ও নাটক পরিবেশন করা হয়। বর্তমান ত্মান্সকল ব্যস্ততার মাঝেও বিলুপ্ত প্রায় ঐতিহ্যকে টিকিয়ে রেখে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পৌরাণিক গ্রন্থ অবলম্বনে নিত্য ও নাটক পরিবেশন চলছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*