বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা গ্রাম পঞ্চায়েতের লেডন পাড়া ভিলেজে বসবাসকারী রবীন্দ্র রিয়াং এলাকার উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যত প্রজন্মের শিক্ষা লাভের জন্য নিজের জায়গা অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের জন্য ছেড়ে দেন। এই মহান ব্যক্তির উদ্যেশ্যকে সফল করার লক্ষ্যে বাস্তুকার স্বপন সরকার ও ব্লকের বি ডি ও প্রদীপ সরকারের যৌথ প্রচেষ্টায় দু’মাসের মধ্যে ৬ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যায় করে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করেন। সোমবার বাস্তুকার স্বপন সরকার ও ব্লকের বি ডি ও প্রদীপ সরকার ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শনের জন্য। ব্লকের বি ডি ও প্রদীপ সরকার সংবাদ প্রতিনিধিকে জানান, আগামী দিনে তিনি এই এলাকার উন্নয়নের স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি রান্নাঘর, পানীয় জলের ব্যবস্থা ও একটি শৌচাগার নির্মাণ করে দেবেন।