নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি’র একের পর এক ধারাবাহিক আন্দোলন কর্মসূচী ০৭ এপ্রিল মহাকরণ অভিযানের মাধ্যমে শুরু হয়েছিল। ১০ই এপ্রিল (সোমবার) শক্তির মহড়া দিল বিজেপি ওবিসি মোর্চা। ওবিসি বঞ্চনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলনে নামেন বিজেপি ওবিসি মোর্চা। ১৩ দফা দাবীতে রাজ্যের ৮টি জেলায় ৩ ঘন্টার গণঅবস্থান করে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন ওবিসি মোর্চা কর্মীরা। গণঅবস্থানে বিজেপি’র রাজ্যস্তরের নেতৃত্বরা বক্তব্য রাখেন। তাছাড়া ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি ইস্যু, কর্মচারী বঞ্চনা ও বেকার ইস্যুতে ১১ এপ্রিল থেকে লাগাতর ধরনা কর্মসূচীতে নামছে বিজেপি যুব মোর্চা।