নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। রাজ্যে প্রায় প্রতিদিনই পুলিশী হানায় উদ্ধার হচ্ছে প্রচুর নেশা সামগ্রী সহ নেশার ট্যাবলেট। মানুষের ব্যস্ততার আড়ালে রাজধানী সহ রাজধানীর বাইরেও মদ, ড্রাক্স, কোরাক্স এবং নেশার ট্যাবলেট বিক্রির রমরমা ব্যবসা চলছে। মহারাজগঞ্জ বাজার আউট পোষ্টের ওসি-র নেতৃত্বে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজার থেকে আনুমানিক ২০ লক্ষ টাকার ড্রাক্স সহ ফিরুজ আহমেদ চৌধুরী (৪৭), সরাইস্যাম ইঙ্গো (৫১) এবং পল্টু আচার্য (৪২) নামে তিনজনকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ড্রাক্স উদ্ধার করে। বুধবার তাদের আদালতে তোলা হয়।
রাজীব সাহার তোলা ছবি।