আন্তর্জাতিক ডেস্ক ৷৷ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির ভুয়ো অভিযোগে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। এই ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনার পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতেই প্রতিবেশীদেশগুলির সঙ্গে সুসম্পর্কের কথা বললেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একইসঙ্গে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনও ধরনের হুমকির মোকাবিলায় সক্ষম এবং এ জন্য প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীকে আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সজ্জিত করার আশ্বাস দিয়ে শরিফ বলেছেন, সশস্ত্র বাহিনীর ওপর পাক সরকারের সম্পূর্ণ আস্থা রয়েছে। কুলভূষণকে ‘চরবৃত্তি’র অভিযোগে প্রাণদণ্ড দিয়েছে সে দেশের আদালত। এই ঘটনার পরিপ্রেক্ষিতেও তাত্পর্য্যপূর্ণ মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার ধারনা এখন অনেকটাই বদলে গিয়েছে। যুদ্ধের পরিধি শুধুমাত্র সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই। উল্লেখ্য, কুলভূষণকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পাক হাইকমিশনার আব্দুল বাসিতকে তলব করে ভারত জানিয়ে দিয়েছে যে, এই ঘটনা ‘পূর্বপরিকল্পিত হত্যা’। পাক বায়ুসেনার এই অনুষ্ঠানে শরিফ বলেছেন, পাকিস্তান শান্তিকামী দেশ এবং অন্যান্য দেশ, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি সর্বদা পাকিস্তান বজায় রেখেছে। শরিফ আরও বলেছেন, সকলের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পাকিস্তান কখনওই দ্বিধা করেনি এবং ভবিষ্যতেও করবে না।