দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ রাজধানীতে ঐতিহ্যের নিরীখে যদি ঘটনাক্রমের বিচার তবে সেই তালিকায় অবশ্যই ঠাঁই করে নেবে চৈত্র মেলা, যাকে অনেকে চৈত্র সেল বলে থাকেন। মেলাই হোক কিংবা সেল – এই মেলার প্রতীক্ষায় থাকেন জায়া জননীরা। শকুন্তলা রোডে চৈত্র মেলা ফুল গীয়ারে না উঠতেই দখল করে নিয়েছে হাজার হাজার ক্রেতা। জীরা থেকে হীরা – প্রায় সবই যেহেতু পাওয়া যায় চৈত্র মেলায় খদ্দেররাও দরকষাকষি করে কেনেন প্রয়োজনীয় জিনিষ। চৈত্রের মেলাকে ঐতিহ্যের তালিকায় তোলার পেছনে মানুষের অবদান সবচাইতে বেশী। কথায় বলে বহু মানুষ দেখলেও নাকি পূণ্য হয়, চলে যান চৈত্র মেলায় কেনাও হবে পূণ্যও হবে।