সংবাদ প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। ভুয়া সাংবাদিক পরিচয়ে আটক দুই ব্যাক্তি। বটতলা ফাঁড়ির পুলিশ ভুয়া সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগে কৃষ্ণনগরের মানবেন্দ্র আচার্য (৫৪) এবং ভট্টপুকুরের বিষ্ণু চক্রবর্তী (৩৮) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে। তাদের কাছ থেকে টিভি লাইভ ও আখো দেখি এর দুটি প্রেস কার্ড পাওয়া যায়। আসলেই তারা ভুযা কিনা, অভিযোগ কতটা সত্য খতিয়ে দেকছে পুলিশ।
রাজীব সাহার তোলা ছবি।