পাসপোর্টে বিয়ের পর মহিলাদের পদবি পরিবর্তন করতে হবে না, ঘোষণা মোদীর

ppজাতীয় ডেস্ক ৷৷ বিয়ের পরও পাসপোর্টে পিতৃদত্ত-পদবি রেখে দিতে পারবেন মহিলারা। ঘোষণা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী জানান, তিনি চান উন্নয়নমূলক প্রকল্পের কেন্দ্রে থাকুন মহিলারা। তিনি বলেন, ‘মুদ্রা’ ও ‘উজ্জ্বলা’ প্রকল্পের মতো বিভিন্ন উপায়ে মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্র সরকার কাজ করে চলেছে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মহিলা উইংয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে বিয়ের পর মহিলাদের আগের পদবি পরিবর্তন করতে হবে না। প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সরকার মহিলাদের উন্নয়নের জন্য সর্বদাই ভেবে চলেছে। বলেন, মাতৃত্বকালীন ছুটি বর্তমানে ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে। পাশাপাশি, আরেকটি প্রকল্পের আওতায় প্রসবকালীণ হাসপাতাল খরচ হিসেবে এককালীন ৬ হাজার টাকাও দেওয়া হচ্ছে বলে জানান মোদী। ব্যবসায় মহিলাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মোদী। বলেন, মহিলারা প্রমাণ করেছেন, সুযোগ দেওয়া হলে তাঁরা পুরুষদের চেয়ে দুকদম এগিয়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*