নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ ভারতের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী পেলেন রাজ্যের সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার। বৃহস্পতিবার দীপার হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দীপা ছাড়াও এই পুরস্কার পেয়েছেন অলিম্পিকে বোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া, প্যারাওলিম্পিয়ান মারিআপ্পান থাঙ্গাভেলু। ২৩ বছরের দীপা প্রথম ভারতীয় জিমন্যাস্টিক যিনি অলিম্পিকে কোয়ালিফাই করেন। শুধু কোয়ালিফাই করাই নয়, ২০১৬ রিও অলিম্পিকে পোদুনোভা ভোল্ট করার পর সারা বিশ্ব তোলপাড় করেছিল। এই বাঙালী তরুনী একটুর জন্য পদক মিস করলেও দুরন্ত পারফরম্যান্স করে এদেশের জিমন্যাস্টিককে নতুন পথ দেখিয়েছেন। অন্যদিকে প্রথম মহিলা হিসেবে কুস্তিতে ব্রোঞ্জ নজির গড়েছেন সাক্ষী। কর্ণম মালেশ্বরী, সাইনা নেহওয়াল, মেরি কমের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে অলিম্পিকে মেডেল জেতার পরই পদ্মশ্রী পাচ্ছেন হরিয়ানার এই কুস্তিগীর। অন্যদিকে রিও প্যারাঅলিম্পিকে হাইজাম্পে সোনা জিতেছিলেন থাঙ্গাভেলু। এই অসামান্য কৃতিত্বের জন্যই পদ্ম সম্মান পাচ্ছেন এই তামিল অলিম্পিয়ান।