নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ।। ফের পনের দায়ে খুন হল এক গৃহবধূ। ঘটনা খোয়াই কল্যানপুরে। গৃহবধূর নাম শিপ্রা সরকার (২২)। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য অশান্তি করত শিপ্রার স্বামী চন্দন নম। জানা যায়, গত ২৪-১০-২০১৪ তারিখ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগায় শিপ্রাকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয় চন্দন। শিপ্রাকে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হলে পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। জানা যায়, গত রবিবারে চন্দন কে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরে সেই গৃহবধূ শিপ্রা।
রাজীব সাহার তোলা ছবি।