৪৪তম রাজ্যভিত্তিক বিঝুমেলার সূচনা শান্তিরবাজারে

sb sb.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ এপ্রিল ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজে সূচনা হয় ৪৪তম রাজ্যভিত্তিক বিঝুমেলা। তিনদিন ব্যাপী চলবে এই মেলা। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই মেলার সূচনা করেন মন্ত্রী অঘোর দেববর্মা ও মন্ত্রী মনিন্দ্র রিয়াং। মেলাতে শান্তিরবাজারের সরকারী বিভিন্ন দপ্তর থেকে স্টল দেওয়া হয়। বক্তারা তাদের ভাষন দিতে গিয়ে বলেন, এই মেলা সাধারনত চাক্মা সম্প্রদায়ের লোকজন করে থাকেন। কিন্তু এই মেলার রাজ্যের সকল অংশের জনগন অংশ গ্রহন করেন। রাজ্য সরকার এই ধরনের এধরনের অনুষ্ঠানের জন্য সাহাজ্যের হাত বাড়িয়ে দেবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের তঞ্চঙ্গা কল্যাণ সংস্থার মহাসচিব দীননাথ তঞ্চঙ্গা, শান্তিরবাজার মহকুমা শাসক সহ অনেকে। ভাষন শেষে অতিথিরা স্টলগুলি প্রদরশন করেন এবং বিঝু উৎসবের আকর্ষণীয় স্থান চক্রগুহের শুভ উদ্বোধন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*