
ভারতের এই লড়াকু সন্তানের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন হয়েছে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে। উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন স্থানে ডঃ বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক, বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর, বিধায়ক হরিচরণ সরকার, বিধায়ক ঝুমু সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব এল এইচ ডারলং, অধিকর্তা এল টি ডারলং, শ্রম কমিশনার স্বপন কুমার দাস। ত্রিপুরা তপশিলী জাতি কল্যান দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের প্রচুর ছাত্রছাত্রী সহ গন্যমান্য ব্যক্তিরা।