বিজ্ঞান সম্পর্কে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধির জন্য আগরতলা রেল স্টেশনে ‘সায়েন্স এক্সপ্রেস’

scnc

ছবি – অভিষেক দেববর্মা।

scnc.jpg1

ছবি – অভিষেক দেববর্মা।

scnc.jpg2

ছবি – অভিষেক দেববর্মা।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বিজ্ঞান সম্পর্কে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধির জন্য রাজ্যে এল ‘সায়েন্স এক্সপ্রেস’ নামক বিশেষ ট্রেন। ট্রেনটির ভেতরে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা পরীক্ষাগার এবং প্রদর্শনশালা রয়েছে। রয়েছে ৫১ জন গাইড। তাদের কাজ বিজ্ঞানের যাবতীয় প্রসঙ্গ ও তথ্যের বর্ণনা করে পড়ুয়াদের বুঝিয়ে দেওয়া। জানা যায়, ১৫ ফেব্রুয়ারী গুজরাটের গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘সায়েন্স এক্সপ্রেস’ ট্রেনটি। তারপর নয়াদিল্লী, জন্মু ও কাশ্মীরের কাটরা, পাঞ্জাবের অমৃতসর সহ বহু স্টশন ঘুরে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে এসে পৌছায় এই ট্রেনটি। ট্রেনটি আসার পর ফিতা কেটে বিজ্ঞান পরিক্ষাগারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিজিতা নাথ। উদ্বোধনের পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ট্রেনটি। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত ছিল। ‘সায়েন্স এক্সপ্রেস’ নামক বিশেষ ট্রেন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ সহ ছাত্রছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*