দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ নভেম্বর ।। আড়ালে, আবডালে অনেক সৎ বাম কর্মী, সভ্য, সমর্থকরা বলছেন হচ্ছেটা কি? আসলে গোটা রাজ্যে এমুহূর্তে দুর্নীতি যে মাত্রায় পৌঁছেছে তাতে আপামোর রাজ্যবাসী হতবিহবল অবস্থায়। ঘোটালার বিরুদ্ধে বিরোধী কংগ্রেস পথে নেমে পড়েছে, দাবী তুলেছে CBI তদন্তের। অন্যদিকে ক্ষমতাসীন দল আসরের উত্তাপ বুঝে কখনো সতর্ক এবার কখনো সোচ্চার ভূমিকায়। বুধবার মেলারমাঠস্থিত CPI(M)-এর সদর দপ্তরে পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর আহুত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের বিরোধী কংগ্রেসের আন্দোলনকে তীব্র ভাষায় সমালোচনা করেছে। তিনি বলেছেন এর প্রতিবাদে শাষকদলও মাঠে নাববে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে।