গ্রাহকের সময় বাঁচাতে পেট্রোপণ্যের হোম ডেলিভারির কথা ভাবছে কেন্দ্র

ptrজাতীয় ডেস্ক ৷৷ মোটর বাইকে তেল ভরতে পেট্রোল পাম্পের বাইরে লম্বা লাইন লাগানোর দিন বোধহয় শেষ হতে চলল। কেন্দ্র এবার পেট্রোপণ্যের হোম ডেলিভারির পথে হাঁটার কথা ভাবছে। তবে হ্যাঁ, প্রি-বুকিং করতে হবে আপনাকে। পেট্রোলিয়াম মন্ত্রক টুইট করে জানিয়েছে এ কথা। পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশনের বাইরে দীর্ঘ লাইন কমাতে ও গ্রাহকের সময় বাঁচাতে এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। প্রতিদিন প্রায় ৩৫ কোটি মানুষ পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন। এই স্টেশনগুলিতে প্রতি বছর প্রায় ৩৯ কোটি টাকা লেনদেন হয়। পয়লা মে থেকে দেশের ৫টি বড় শহরে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দামের পূনর্মূল্যায়ন হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*