পুলিশ ও জনগনের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আলোচনা সভা

Melagarh_Litan Shilমেলাঘর প্রতিনিধি, ২১ এপ্রিল ৷৷ পুলিশ ও জনগনের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বৃহস্পতিবার মেলাঘর পূর্বচণ্ডীগড়স্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা পুলিশী দায়বদ্ধতা কমিশনের আর্থিক সহযোগীতায় দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে অবস্থিত নেতাজী সুভাষ মিলনায়তন হল ঘরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার উদ্বোধন করেন বিধানসভার সদস্য সুধন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশী দায়বদ্ধতা কমিশনের চেয়ারপার্সন বিচারপতি সুবল বৈদ্য, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পূর্ণিমা রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না রানী দাস, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, পুরাতন রাজবাড়ী থানার ওসি সঞ্জিত সেন সহ অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিজয় দাস। অনুষ্ঠানে আশা কর্মী, অঙ্গনওয়াড়ী কর্মী, এন এস এস সেচ্ছা সেবক, দুর্গাপুর, দক্ষিণ রাজনগর, রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ৩০০ জন প্রতিনিধিত্ব করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*