বিজেপি’র জনসভায় ৭৫০ ভোটার গেরুয়া শিবিরে

BJP BJP.jpg1 BJP.jpg2বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ এপ্রিল ৷৷ ২০১৮ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তে চলছে জোর প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে দক্ষিণ জেলার বেলোনীয়া শহরে বিজেপি’র এক জনসভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন বিজেপি সভাপতি বিভিষন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলী। এই জনসভায় সি পি আই (এম)-র ৪৫ পরিবারের ২২৫ জন ভোটার, তৃণমূল কংগ্রেস থেকে ১৭২ পরিবারের ৪০০ জন ভোটার, কংগ্রেস থেকে ৪০ পরিবারের ১২৫ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের তীব্র নীন্দা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*